সারোগেট মাদার

 সারোগেট মাদার

রাজ চক্রবর্ত্তী

—টাকার অঙ্কটা একটু বেশি হয়ে যাচ্ছে না?

—মোটেই না মিস্টার রায়! ভেবে দেখুন, ম্যাডামের এত বড় একটা স্বপ্নপূরণ হতে চলেছে। হাত কচলিয়ে বললেন ডঃ সামন্ত

হিমাদ্রি পাশে বসা রত্নার দিকে তাকাল। রত্না করুণ চোখে চেয়ে রয়েছে তার দিকে। কয়েক মুহূর্ত কেটে গেল নীরব দৃষ্টি বিনিময়ে। এবার চেকবুকটা বের করে হিমাদ্রি তাতে মন দিল।

রত্না এতক্ষণ চুপ করেই বসেছিল। এবার বলল, —মেয়েটা ভালো ঘরের তো? মানে যেমন তেমন পরিবারের মেয়ে হলে কিন্তু আমার আপত্তি আছে।

—একদম খানদানী ম্যাডাম। এই নিয়ে ওর তিন নম্বর কাজআগের ক্লায়েন্টরা খুবই খুশি। আপনি কোন চিন্তা করবেন না।

একজন ডাক্তারের মুখে খানদানী, আগের ক্লায়েন্ট শব্দগুলো শুনে গা গুলিয়ে উঠল রত্নার। কিন্তু সে নিরুপায়।

—ওকে একবার দেখা যায়?

—আজ তো হবে না ম্যাডাম। পরে দেখছি। যদি একটা সিটিং করান যায় আপনাদের মধ্যে। টুং করে একটা ম্যাসেজ ঢুকতেই সেদিকে মন দিলেন ডঃ সামন্ত

রত্না নিজের চিন্তায় ডুবে গেল। কম চেষ্টা তো তারা করেনি। যতরকমভাবে সম্ভব। বিয়ের দশ বছর পরও ব্যর্থ হয়ে শেষে এই সিদ্ধান্ত নিয়েছে ওরা। দুজনেই পেশায় ইঞ্জিনিয়ার। অর্থিক সাচ্ছল্য যথেষ্ট। কিন্তু সেটাই জীবনের সব নয়। মা ডাক শোনার জন্য আকুল হয়ে উঠেছিল সে। তখনই এই ক্লিনিকের খোঁজ পায় তারা। সারোগেসির মাধ্যমে সন্তানলাভের সুযোগটা তারা কাজে লাগাতে চায়।

চেকের পাতাটা ছিঁড়ে এগিয়ে দিল হিমাদ্রি।

—থ্যাঙ্কইউ। একবার চোখ বুলিয়ে চেকটা ড্রায়ারে চালন করে দিলেন ডঃ সামন্ত।

 

শিপ্রা ঘরে ঢুকতেই ডঃ সামন্ত রুষ্ট গলায় বললেন, —এত দেরী কেন?

—ছেলের শরীরটা আজ দু’দিন খুব খারাপ। আপনি সব জানেন... তাও...।

—রাখ তোমার ওই ব্লাড ক্যান্সারের ছেলে। এদিকে নতুন অর্ডার এসেছে।

—ছেলের এই অবস্থায়...

—কি? করবে না? তোমার ছেলের চিকিৎসায় কত খরচ হয় আমার জান? দামী দামী ওষুধ আর কেমোর খরচের লিস্টটা দেখবে একবার! কর্কশ গলায় বললেন ডঃ সামন্ত।

—আন্দাজ করতে পারি।

—তাহলে রাজি হয়ে যাও। একটা মায়ের কোলে একটা সুস্থ সন্তান দিলে সেই টাকায় তোমার ছেলে আরও কয়েকটা দিন সুস্থ থাকতে পারবে।

শিপ্রা ক্লিনিকের ঝাঁচকচকে মেঝের দিকে তাকিয়ে থাকে।

—তোমাকে একবার দেখতে চায়। একটা ভালো শাড়িও কি নেই তোমার! ওরা ভদ্দর ঘরের মেয়ে চায়।

— আজ যাই। আপনি খবর দেবেন।

শিপ্রার চলে যাওয়ার পথে তাকিয়ে ডঃ সামন্ত নিজের মনেই বললেন, —ছেলেটাকে আর কয়েক বছর বাঁচিয়ে রাখ ভগবান। মেয়েটা বড় ভালো সারোগেট মাদার।

Comments

Popular posts from this blog

ছুটি

প্রতিশোধ

পরশ পাথর